1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy@gmail.com : Shuvo Roy : Shuvo Roy
  3. epiropur@gmail.com : e p : e p
  4. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
৮ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন করেছে মাদ্রাসা শিক্ষক | পিরোজপুর পোষ্ট ২৪
শুক্রবার, ১২ অগাস্ট ২০২২, ১১:১০ অপরাহ্ন

৮ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন করেছে মাদ্রাসা শিক্ষক

  • শেষ হালনাগাদ : শনিবার, ২৪ আগস্ট, ২০১৯
  • ৫৮৬ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব সিকদার মল্লিক দারুল কুরআন নূরানী মাদরাসার শিক্ষক শামসুল হক টুকু মৃধার (৬০) বিরুদ্ধে ৮ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শিশুটি ওই মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শিশুটি জানায়, মাদরাসার বাংলা ক্লাস শেষে খাতা দেখাতে গেলে ক্লাসের অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে শিক্ষক টুকু মৃধা তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে তাকে পাঁচ টাকা দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়।

জানাযায়, শিশুটির বাবার বাড়ি পাশের সিকদার মল্লিক গ্রামে। বাবা ঢাকায় রিকশা চালান। মা গত কয়েক মাস হলো কাজের জন্য সৌদী আরব গেছেন। শিশুটি মামার বাড়িতে থেকে ওই মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করে।

শিশুর এক নিকট আত্মীয়, বুধবার মাদরাসা থেকে ফিরে সে বিষয়টি তার মামীকে জানায়। তখন মাদরাসা সুপারের কাছে গেলে তিনি বিষয়টি দেখবেন বলে বাড়ি পাঠিয়ে দেন। টুকু মৃধা একজন লম্পট প্রকৃতির লোক। এ রকম জঘন্য কাজ সে আগেও কয়েকবার করেছে। আমরা এর বিচার চাই।

পিরোজপুর সদর থানার ওসি এস.এম জিয়াউল হক জানান,অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২২। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x