ইন্দুরকানী প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অস্ত্র মামলার সরোয়ার হোসেন (৪২) নামের এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ৬ বছর পর তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সরোয়ার হোসেন উপজেলার দরিচর গাজীপুর এলাকার মেছের উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার দরিচর গাজীপুর এলাকা থেকে সরোয়ারকে গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানাগেছে, ২০১২ সালে ইন্দুরকানী থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় আদালত ২০১৩ সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর দীর্ঘ ছয় বছর পর আটক শেষে আদালতে প্রেরণ করেছে।
ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমার জানান, ৬ বছর পর জিআর ৫৯/১২ অস্ত্র মামলার অন্যতম আসামী সরোয়ারকে আটক করে আজ বিকেলে (বৃহস্পতিবার) পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে ।