নিজস্ব প্রতিনিধি : নদীর মোহনায় ক্যাপিটাল ড্রেজিং করা, নদী থেকে অবৈধ জাল উচ্ছেদ, ভূমিহীন মৎসজীবীদের মাঝে খাস জমি বরাদ্দসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে পিরোজপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা মৎস্য কর্মকর্তার কাছে স্বারকলিপি দিয়েছেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার সকালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি এ স্বারকলিপি প্রদান করেন। এর আগে সংগঠনের জেলা ও উপজেলার কয়েকশত মৎস্যজীবী জেলা প্রশাসকের কার্যালয় সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশনেন। এসময় উপস্থিত ছিলেন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের খাঁন, হাফিজুর রহমান, ওমর ফারুক ও চাঁন মিয়া খান প্রমুখ।
এসময় জেলেরা বলেন, ক্ষুদ্র ও দরিদ্র্য জেলেদের সঠিক ভাবে যাচাই বাছাই করে তালিকা প্রেরণ করা, মৎস্যজীবী জেলেদের ভিজিএফ বিতরণে দুর্নীতি বন্ধের লক্ষ্যে মৎস বিভাগের মাধ্যমে ভিজিএফ দিতে হবে ও বাংলাদেশের সকল জেলায় মৎসজীবী জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার দাবি, জেলেদের জীবনবীমা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াস, জলদুস্য ও বিভিন্ন প্রাকৃতিক কারণে নিহত জেলে পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ও নিবন্ধিত প্রত্যেক জেলের মৎস বিভাগের মাধ্যমে ১০ লক্ষ টাকা জীবন বীমা চালু করার দাবি জানান।