নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার ইয়াবা,আইস ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ (দক্ষিন) । মঙ্গলবার রাত সাড়ে ৮ দিকে মঠবাড়িয়ার সার্কেল ও ডিবি (দক্ষিন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম এ অভিযান পরিচালনা করেন ।
আটকৃতরা হলো- আসমা আক্তার ,আবুল বাশার,রতন আলী হাওলাদার,মোসা: নূরজাহান ও মাদক ব্যবসার সাথে সহযোগী মোঃ মাহাবুব হাওলাদার । তারা সবাই মঠবাড়িয়া উপজেলার পৌর এলাকার দক্ষিন মিঠাখালী এলাকার বাসিন্দা ।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ডিবি পুলিশ (দক্ষিন) একটি টিম জানতে পরে যে মঠবাড়িয়া পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের দক্ষিন মিঠাখালীতে একটি বাড়িতে মাদক জাতীয় দ্রব্য রয়েছে । পরে মঠবাড়িয়ার সার্কেল ও ডিবি (দক্ষিন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে একটি টিম সেখানে গিয়ে আটকৃতদের ঘর থেকে ২৫০০ পিচ ইয়াবা, সাড়ে ৪ কেজি গাঁজা, ১২ গ্রাম ক্রিষ্টাল মিথাইল আইস ও মাদক বেঁচা কেনার ৪৫০০০ নগদ টাকা জব্দ করে । এসময় মাদক বেঁচা কেনার কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলও জব্দ করা হয় ।
মঠবাড়িয়ার সার্কেল ও ডিবি (দক্ষিন) আধিকারিক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, আটকৃত দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জড়িত । এ বিষয়ে মঠবাড়িয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন ।