পিরোজপুর পোষ্ট : আগামী ৩০ জুনের মধ্যে সব ধরনের পরিবহন চালকদের লাইসেন্স নবায়ন করতে হবে। এই সময় লাইসেন্সের ক্ষেত্রে নতুন আইন প্রয়োগ শিথিল থাকবে। এজন্য বিআরটিএকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার রাতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । এসময় মন্ত্রী আরো বলেন, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা চালকদের লাইসেন্স নবায়ন, হাইওয়েতে আরো নিরাপত্তা নিশ্চিত করাসহ আরও কয়েকটি দাবি উত্থাপন করেন। এগুলো নিয়ে উভয় এর মধ্যে বিস্তারিত আলাপ আলোচনা হয়।আলাপ আলোচনায় আসে আইনের সীমাবদ্ধতার কথাও। তারই অংশ হিসেবে সারাদেশে হালকা, ভারী, মাঝারি যানবাহনের চালকরা যেসব লাইসেন্স ব্যবহার করছেন তার নবায়নের সিদ্ধান্ত হয়েছে। এই সময়ের মধ্যে প্রত্যেক গাড়িচালককে তাদের লাইসেন্স নবায়ন করতে হবে। এছাড়া নতুন পরিবহন সড়ক আইন ২০১৮ এর সবগুলো ধারা প্রয়োগ করা হবে। এজন্য জনগণের সহযোগিতাও আশা করেন মন্ত্রী।