নিজস্ব প্রতিনিধি : ২০০৮ সাল থেকে পিরোজপুরে এ পর্যন্ত জেলা বিএনপি ও এর অংঙ্গসংগঠনের নেতাকর্মীদের ১২০ টি মামলায় ৬০০০ হাজারেরও বেশি আসামী করা হয়েছে । জেলাজুড়ে বিএনপির নেতা কর্মীদের উপর মামলা ও হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে এমন অভিযোগ করেছেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ।সোমবার দুপুরে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের নিজ বাসভবনে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ।
জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, নতুন করে জেলার মঠবাড়িয়া উপজেলায় ২৫০ বিএনপি নেতাকর্মীকে গায়েবি মামলার আসামী করা হয়েছে । তাছাড়া নাজিরপুর উপজেলায় আওয়ামীলীগের কর্মীরা তাদের উপর হামলা চালিয়ে তাদের নামেই মামলা করেছে। রবিবার(৪ ডিসেম্বর) জেলা বিএনপির দলীয় কার্যালয়ে পটকা ফাটায় ও বিএনপি নেতাকর্মীদের উপর বিভিন্ন স্থানে হামলা চালায় ছাত্রলীগের নেতা কর্মীরা ।
এসময় আলমগীর হোসেন পিরোজপুর জেলার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষার সাথে জড়িত ব্যাক্তিদের নিরপেক্ষ থাকার আহবান জানান ।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা প্রমুখ ।