ইন্দুরকানী প্রতিনিধিঃ ইন্দুরকানীতে উপজেলার স¦াস্থ্য কমপ্লেক্স (ইনডোর) পূর্ণাঙ্গ চালুর দাবীতে মানববন্ধন করেছে ইন্দুরকানী উন্নয়ন ফোরাম। মঙ্গলবার সকালে ইন্দুরকানী উন্নয়ন ফোরাম এর উদ্দ্যোগে পত্তাশী ইউনিয়ন পরিষদের সামনে প্রধান সড়কে ঘন্টা ব্যাপি মানববন্ধন করা হয়। উন্নয়ন ফোরমের মূখপাত্র ও সাংবাদিক মোঃআহাদুল ইসলাম (শিমুল) এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সাবেক চেয়ারম্যান মো. ইকরামুল কবির মজনু, সাবেক ভাইস-চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আ. খালেক গাজী, বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, উন্নয়ন ফোরাম উদ্দ্যোগতা মো. আল-আমিন হোসেন প্রমুখ। মানববন্ধনে শিক্ষক,সাংবাদিক,জন প্রতিনিধি সহ সহা¯্রাধিক লোক উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা বলেন, ইন্দুরকানীতে লক্ষাধিক লোকের স্বাস্থ্য সেবার প্রাণ কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির ডাক্তার ও নার্স থাকা সত্ত্বেও ১১ বছরেও চালু হয়নি ইনডোর সেবা। ৩১ শয্যা বিশিষ্ট নয়াভিরাম আধুনিক ভবন, আসবাবপত্র, মেডিকেলের বিভিন্ন সরঞ্জামাদীসহ একসেট অফিস ব্যবস্থাপনা আছে । চলছে আউটডোর সেবাও। এমনকি রোগী পথ্যের (ডায়েট) টেন্ডারও দেয়া হয়েছে। রয়েছে দুটি উন্নতমানের এ্যাম্বুলেন্স, ডাক্তার ও স্টাফদের ৪টি আবাসিক ভবন তবুও চালু হচ্ছেনা ইনডোর সেবা। ২০০৮ সালে চালু হওয়ার পরে এপর্যন্ত ইনডোর সেবা চালু হয় নাই হাসপাতালটিতে। ফলে ইন্দুরকানী উপজেলার লক্ষাধিক মানুষ পিরোজপুর, খুলনা, বরিশাল এমনকি ঢাকাতে গিয়েও চিকিৎসা সেবা গ্রহণ করতে বাধ্য হচ্ছে। সরকারের কাছে স্বাস্থ্য কমপ্লেক্সটি দ্রুত ইনডোর সেবা চালু করার জন্য মানব বন্ধনে জোর দাবি করা হয়।