পিরোজপুর পোষ্ট ডেক্স ঃ হিন্দু ধর্মাবলম্বীদের লোকজনদের সংখ্যালঘু না ভাবার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বুধবার জন্মাষ্ঠমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান । জন্মাষ্টমী উপলক্ষ্যে গণভবনে বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন পূজা কমিটির নেতারা। প্রতি বছরই এই ধর্মীয় উৎসব ঘিরে সংগঠনটির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এ সময় প্রধানমন্ত্রীকে গণভবনে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ মহানগর সার্বজনীন পূজা কমিটি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতারা জন্মষ্টমীর শুভেচ্ছা স্মারক উপহার দেন । মতবিনিময় শেষে পূজা কমিটির নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে প্রতিটি নাগরিকের সমান অধিকার ভোগ করবে। এক্ষেত্রে হিন্দুরা নিজেদের সংখ্যালঘু ভেবে নিজেদের খাটো না করে । মানুষ সমানভাবে যে যার যার ধর্ম পালন করবে। আওয়ামী লীগ বিভেদে বিশ্বাস করে না ।সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন করতে চাই ।হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট গঠনের কথা জানিয়ে, এই ট্রাষ্টের তহবিল বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।