গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা সারাদেশে হরতালের সমর্থনে পিরোজপুরে কমিউনিস্ট পার্টি বিক্ষোভ সমাবেশ করেছে। বরিবার সকাল ১১ টায় পিরোজপুর জেলা কমিউনিস্ট পার্টির অফিসের সামনে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিপিবির জেলা সভাপতি দীলিপ কুমার পাইক,সাবেক সভাপতি ডাঃ তপন বসু,জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি খ,ম মিরাজ,সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে সরকারের গ্যাসের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত তা বাতিল করতে হবে। আজ দেশের মানুষ এ হরতালে সমর্থন দিয়েছে। সারাদেশে আমরা শান্তিপূর্ণ ভাবে হরতাল পারন করেছি।