নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরে সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ম্যাজিষ্ট্রেট আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কাজী সালেহ মুস্তানজির এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন এবং বিআরটিএ’র সহকারী পরিচালক আইয়ুব আনসারী।
সভায় নতুন প্রণীত সড়ক পরিবহন আইন এবং এর বাস্তবায়ন বিষয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সাংবাদিক মাহমুদ হোসেন, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, এস এম পারভেজ, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু।
সভায় বাস, মিনিবাস, ট্রাক, মোটর সাইকেল, অটো বাইকের চালক ও শ্রমিক, পরিবহন সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।