নিজস্ব প্রতিনিধি : লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে পিরোজপুরে সড়ক অবরোধ করে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জুলাই) দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের পোষ্ট অফিস সড়ক অবরোধ করে বিএনপি এ সমাবেশ করে।
জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএরপির জেলা সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু’র পরিচালনায় অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু।
বক্তারা এসময় বলেন, ‘বর্তমান সরকার আর কিছু দিন ক্ষমতায় থাকলে এ দেশ ধ্বংস হয়ে যাবে। সরকারী দলের নেতারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে দিয়েছে। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ অজ নিঃস্ব, উন্নয়নের নামে তাদের নেতা-কর্মীদের পকেট ও ভাগ্যের উন্নয়ন হচ্ছে। তাই সকলকে সরকারের পতনে এক দফার আন্দোলনে নামতে হবে’।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির জেষ্ঠ্য সদস্য এ্যাড. আবুল কালাম আকন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো: মাহাবুল ইসলাম পিন্টু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস ছালাম বাতেন, কাউখালী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক দ্বীন মোহাম্মাদ, মহিলা দলের এ্যাড. রহিমা আক্তার হাসি, জেলা ছাত্রদলের তানজিদ হাসান শাওন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।