1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy@gmail.com : Shuvo Roy : Shuvo Roy
  3. epiropur@gmail.com : e p : e p
  4. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
স্মৃতিচারণ করে মাধুরী-অনীলের পোষ্ট | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩, ১১:৩০ অপরাহ্ন

স্মৃতিচারণ করে মাধুরী-অনীলের পোষ্ট

  • শেষ হালনাগাদ : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৬০২ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুর পোষ্ট : লাস্যময়ী বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিৎ। এখনও ভক্তদের আগের মতোই মুগ্ধতা ছড়াচ্ছেন। নিজের সৌন্দর্য থেকে নাচ সব কিছু দিয়েই একেবারে দর্শকদের মনে জায়গা করে আছেন তিনি বিয়ে সন্তানের পর বেশ কিছুদিন রূপালি পর্দা থেকে সরে গেলেও বারেবারে ফিরেছেন পর্দায় ।  অভিনয় -নাচের পাশাপাশি বিজ্ঞাপন -টেলিভিশনেও দেখা গেছে তাকে।

মাধুরী দীক্ষিতের ‘তেজাব’ সিনেমার কথা মনে আছে নিশ্চয়। ১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এই সিনেমার কয়েকটি গানও সুপার হিট হয়েছিল সেই সময়। এখনও মানুষের মুখে মুখে ফেরে সেই সব গান। সিনেমাটিতে জুটি ছিলেন মাধুরী দীক্ষিত ও অনিল কাপুর।

সিনেমাটি মুক্তির ৩১ বছর পরে আবারও নতুন করে দর্শকের মাঝে ঝড় তুলেছে। সম্প্রতি এই সিনেমা নিয়ে স্মৃতিচারণ করে পোস্ট দিয়ে ছিলেন মাধুরী ও অনীল। এরপর আবারও নতুন করে আলোচনায় সেই গান।

মাধুরী দীক্ষিত এই সিনেমার ‘এক দো তিন’ গানে ঝড় তুলে ছিলেন আশির দশকে। এ ছবিটিই তাকে খ্যাতির উচ্চতর আসনে বসায় ও প্রথমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন এনে দেয়। এই সিনেমার পরে মাধুরী-অনীল জুটি বেঁধে উপহার দেন রাম-লক্ষন (১৯৮৯), পরিন্দা (১৯৮৯), ত্রিদেব (১৯৮৯), কিশেন কানহাইয়া (১৯৯০) এবং প্রহর (১৯৯১)-এর মতো বেশকিছু সুপার হিট সিনেমা।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x