পিরোজপুর পোষ্ট : জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলে দেশে স্বৈরশাসন চালাচ্ছে। আজকের এই দিনে মওলানা ভাসানীকালের পথকে অনুসরণ করে গণতন্ত্রকে মুক্ত করতে হবে।রবিবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলে ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের সন্তোষে তার মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল।
বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, অনির্বাচিত সরকার বলেই তারা দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সরকারের দুর্নীতি, অদক্ষতা এবং তাদের মদদপুষ্ট ব্যবসায়ীদের কারণেই দেশে পেঁয়াজসহ সব দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছ। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না।বাংলাদেশে এখন কোনো গণতন্ত্র নেই। মানুষের অধিকার নেই। বর্তমান সরকার বিনা ভোটে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় বলে দেশে স্বৈরশাসন চালাচ্ছে।
মওলানা ভাসানী সম্পর্কে ফখরুল বলেন, তিনি কৃষক শ্রমিক মানুষের নেতা ছিলেন। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সব সময় খেটে খাওয়া মানুষের জন্য সংগ্রাম করেছেন।এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আরও উপস্থিত ছিলেন।