হযরত আলী হিরু : গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। জাতির জনকের সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথমেই তৃনমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। বর্তমান সরকার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজনীয় সামগ্রী প্রদানের জন্য বৃহৎ কর্মসূচি গ্রহন করেছে। এজন্য চাই সুষ্ঠ ব্যবস্থাপনা। এ লক্ষে ব্যাবস্থাপনা কমিটির সকলকে সচেষ্ট থাকতে হবে। তিনি আজ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ব্যবস্থাপনা কমিটির সভায় এসব কথা বলেন। সভায় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর সিকদার, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম ও সহ সভাপতি হযরত আলী হিরু, ডা. মো. আসাদুজ্জামান, ডা. রাফাত হাসান বক্তৃতা করেন। সভায় হাসপাতালে ঔষধ কোম্পানীর প্রতিনিধি ও দালালদের দৌরাত্ম বন্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন, পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মান, রোগীদের খাবারের মানোন্নয়ন, প্রয়োজনীয় জনবল ও যন্ত্রাংশ সংগ্রহ সহ রোগীদের সেবা নিশ্চিতকল্পে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।