এক সময় অর্থাৎ স্বাধীনতার পর বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। স্বাধীনতার ৫০ বছরে সেই দেশ এখন বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। অনেক দেশই এখন বাংলাদেশকে উন্নয়নের রোড মডেল হিসেবে চিহ্নিত করেছে।
এক সময়ের দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে। বাংলাদেশ আজ অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি প্রতিটি আর্থ-সামাজিক সূচকে উন্নতি করছে। নানা এই প্রাপ্তি নিয়েই এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে জাতি।
তবে অনেক প্রাপ্তির মাঝেও এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে অনেকটা বিবর্ণভাবে। কারণ এমন এক সময়ে স্বাধীনতার সুবর্ণ উদযাপন হচ্ছে, যখন বাংলাদেশসহ গোটা বিশ্ব করোনার বৈশ্বিক মহামারিতে বিপর্যস্ত।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে ১০ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোভিড-১৯ বিষয়ক যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে গত ১৭ মার্চ থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান।
এক সময় অর্থাৎ স্বাধীনতার পর বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল। স্বাধীনতার ৫০ বছরে সেই দেশ এখন বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। অনেক দেশই এখন বাংলাদেশকে উন্নয়নের রোড মডেল হিসেবে চিহ্নিত করেছে।
এক সময়ের দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের পথে। বাংলাদেশ আজ অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি প্রতিটি আর্থ-সামাজিক সূচকে উন্নতি করছে। নানা এই প্রাপ্তি নিয়েই এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে জাতি।
তবে অনেক প্রাপ্তির মাঝেও এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে অনেকটা বিবর্ণভাবে। কারণ এমন এক সময়ে স্বাধীনতার সুবর্ণ উদযাপন হচ্ছে, যখন বাংলাদেশসহ গোটা বিশ্ব করোনার বৈশ্বিক মহামারিতে বিপর্যস্ত।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে ১০ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোভিড-১৯ বিষয়ক যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে গত ১৭ মার্চ থেকে শুরু হয়েছে এই অনুষ্ঠান।
প্রথম দিন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ। এ ছাড়া গত ১৯ মার্চ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, ২২ মার্চ নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি এবং ২৪ মার্চ অনুষ্ঠানে যোগ দেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আজ শুক্রবার (২৬ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।
এদিকে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতি আজ মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবে। সাভার জাতীয় স্মৃতি সৌধ এবং ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি।
ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।