নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠীর ৫৪ নং ঝালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোজিনা খানম(৪০) এর বসত ঘরে হামলার অভিযোগে মিজানুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে নেছরাবাদ থানা পুলিশ। স্কুল শিক্ষিকার অভিযোগ গতকাল গভীর রাতে একদল দুর্বৃত্তরা তার ঘরে হামলা চালিয়ে তাকে মারধর করে । এসময় তাকে বেধে রেখে ঘরে থাকা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ভোরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় নেছারাবাদ স্বাস্থ্য কম্পেক্সে ভর্তি করায় এবং পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হলে দুপুরে মিজানুর রহমান নামের এক যুবককে গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন নেছরাবাদ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মজিবর রহমান।