1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
স্বরূপকাঠীতে সরকারি কাজে বাঁধা আ’লীগ নেতা শ্রীঘরে | পিরোজপুর পোষ্ট ২৪
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৪০ পূর্বাহ্ন

স্বরূপকাঠীতে সরকারি কাজে বাঁধা আ’লীগ নেতা শ্রীঘরে

  • শেষ হালনাগাদ : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭০৯ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুর পোষ্ট ডেক্স : পিরোজপুরের স্বরূপকাঠীর করফা বাজারে সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে সারেংকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর হাওলাদারকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে উপজেলা ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান তাকে কারাদন্ড প্রদান করেন।

জানা যায়, মঙ্গলবার করফা বাজারে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গেলে বাঁধার মুখে পড়েন ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগ এনে বাজারের ব্যবসায়ী ও সারেংকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর হাওলাদারকে আটক করা হয়। পরে সমীর হাওলাদারকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। পিরোজপুর জেলা কারাগারে প্রেরণ করেন। উল্লেখ্য,  সরকারি জমি দখল করে অনেকে দোকানপাট করার পাশাপাশি বাসাবাড়ি নির্মান করে বসবাস করছেন। এসব অবৈধ দখলদারকে সরকার থেকে ডিসিআর নিয়ে রাজস্ব পরিশোধ করতে বলা হলেও তারা বৈধতা নিচ্ছিলেন না। মঙ্গলবার এসব ব্যবসায়ীদের দোকান বরাদ্ধ নেয়ার কাগজপত্র দেখাতে বলার পর আওয়ামী লীগ নেতা সমীরের নেতৃত্বে কিছু লোক ভূমি অফিসের কর্মচারীদের কাজে বাঁধা দিলে তাকে গ্রেফতার করে সাজা প্রদান করে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x