পিরোজপুর পোষ্ট ডেক্স : পিরোজপুরের নেছারাবাদে ( স্বরূপকাঠী ) ডিজিটাল নিরাপত্তা আইনে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতরা বলদিয়া গ্রামের মেহেদী হাসানের স্ত্রী মোসাঃ রেহানা এলাইচ পাখি (২২) ও সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী জগন্নাথকাঠী গ্রামের শরিফ উদ্দিনের মেয়ে মিততাহুল জান্নাত ইউসি(১৪) ।
থানাসূত্রে জানাযায়, প্রতিবেশি এক কলেজ পড়ুয়া ছাত্রীর ছবি এডিট করে আপত্তিকর রূপ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফেক আইডি দিয়ে প্রচার করায় বুধবার রাতে নেছারাবাদ থানায় অজ্ঞাত নামা আসামী করে মামলা করে ভুক্তভোগীর পরিবার । পরে নেছারাবাদ থানা পুলিশ তদন্ত করে বলদিয়া গ্রামের মেহেদী হাসানের স্ত্রী মোসাঃ রেহানা এলাইচ পাখি (২২) ও সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী জগন্নাথকাঠী গ্রামের শরিফ উদ্দিনের মেয়ে মিততাহুল জান্নাত ইউসি(১৪) কে গ্রেফতার করেন।
নেছারাবাদ থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ উদ্দিন জানান , তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩/২৯ ও ৩৫ ধারায় মামলা হয়েছে । অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হয়েছে।