হযরত আলী হিরু : পিরোজপুরের স্বরূপকাঠি পৌর গোরস্থান ও শ্মশান ঘাটের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। শনিবার সকালে স্বরূপকাঠি পৌরসভার ১ নং ওয়ার্ডে তিনি ওই ভিস্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সেখানে পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে বলেন মন্ত্রী বলেন বর্তমান সরকার অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সাম্প্রদায়িক সমপ্রীতি নষ্ট হয় এমন কোন কাজ না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এসময় আরও বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু প্রমুখ। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।