স্বরূপকাঠি প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠিতে দৈনিক কালেরকন্ঠের পাঠক সংগঠন শুভসংঘ স্বরূপকাঠি উপজেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলার মাহমুদকাঠি ইছামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কালেরকন্ঠের স্বরূপকাঠি প্রতিনিধি ও স্বরূপকাঠি শুভসংঘের উপদেষ্টা মো. হযরত আলী হিরু। এরপরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।
শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শুভসংঘ স্বরূপকাঠি শাখার সভাপতি মো. মহিবুল্লাহ, প্রচার সম্পাদক জাকারিয়া সজিব, নারী বিষয়ক সম্পাদক আফসানা মিমি, সদস্য মো. মোস্তাকিন বিল্লাহ রাজু, হাসি, তাহসিন শিহাব, হাফিজুর রহমান, আতাইকুল রাব্বি প্রমুখ।