1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
স্বরূপকাঠির বিভিন্ন কলেজে নবীনবরণ অনুষ্ঠিত | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:২৩ অপরাহ্ন

স্বরূপকাঠির বিভিন্ন কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

  • শেষ হালনাগাদ : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৮৪৪ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুরের স্বরূপকাঠির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের বরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান ফজিলা রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণির ছাত্রীদের বরনীয় অনুষ্ঠান নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল হক । বিশেষ অথিতি ছিলেন ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবু। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র বিশ্বাসসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য মো. সাইদুররহমান জাহাঙ্গীর,সহকারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম বাহাদুর, প্রভাষক নিরঞ্জন কুমার সাহা, দ্বাদশ শ্রেণিরছাত্রী রোকেয়া আম্মান ও নবাগত ছাত্রী সাইয়েদা রহমানঐশি প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে নবীনদের বরণ করেছে উপজেলা ছাত্রলীগ। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শ্যামল দত্ত, উপজেলাছাত্রলীগ নেতা নাইমুল ইসলাম তুরাগ, মেহেদী হাসান শিমুল ও নাইমুন ইসলাম উজ্জল এর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের নের্তৃবৃন্দ নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে নবাগতদের শুভেচ্ছা জানিয়ে কলেজ ক্যাম্পাসে একটি র‌্যালি প্রদক্ষিন করে।এছাড়া ও সরকারি স্বরূপকাঠি কলেজ ও শহীদ স্মৃতিকলেজ (বিএমআই) এ নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x