পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মিয়ারহাট থেকে নিখোঁজের দুই দিন পর মো. যুবরাজ মোল্লা (১৮) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাট এলাকায় কচা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। যুবরাজ মোল্লা স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি গ্রামের মৃত মাহির উদ্দিন মোল্লার ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে যুবরাজ মোল্লা নামাজ পড়ার জন্য স্থানীয় মিয়ারহাট বড় মসজিদে গিয়ে নিখোঁজ হন। খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে যুবরাজ মোল্লার চাচা মোস্তফা কামাল নেছারাবাদ থানায় ওই দিন সাধারণ ডায়েরি (জিডি) করেন। রোববার বিকেলে পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া ফেরিঘাট এলাকায় কচা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। যুবরাজের চাচা মোস্তফা কামাল লাশ শনাক্ত করেন। যুবরাজ মোল্লার চাচা মোস্তফা কামাল জানান, যুবরাজ জুমার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি। পিরোজপুর সদর থানায় এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।