স্বরূপকাঠি প্রতিনিধি : পিরোজপুরের স্বরূপকাঠিতে দৈনিক কালেরকন্ঠের পাঠক সংগঠন শুভসংঘ স্বরূপকাঠি উপজেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৭ নভেম্বর) উপজেলার স্বরূপকাঠি কিন্ডারগার্টেনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কালেরকন্ঠের স্বরূপকাঠি প্রতিনিধি ও স্বরূপকাঠি শুভসংঘের উপদেষ্টা মো. হযরত আলী হিরু ।
এরপরে বিদ্যালয়ের ৫ টি শ্রেনীর সকল শিক্ষার্থীরা হাতের সুন্দর লেখা প্রতিযোগীতায় অংশ নেয়। প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। শেষে বিদ্যালয়ের অধ্যক্ষ মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শুভসংঘ স্বরূপকাঠি শাখার সভাপতি মো. মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুব্রত হাওলাদার, নারী বিষয়ক সম্পাদক আফসানা মিমি, সদস্য জসীম নায়েক, সদস্য তাহসিন শিহাব, ঈাশকা জাহান স্বর্না, মো. মোস্তাকিন বিল্লাহ রাজু, শিক্ষক আবুল কালাম, মো. আলমগীর হোসেন, শিক্ষিকা ফুলু রায় ও শিউলি পারভীন প্রমুখ।