স্বরূপকাঠি প্রতিনিধিঃ
পিরোজপুরের স্বরূপকাঠিতে লটারীর মাধ্যমে কৃষক বাছাই করে সরকার- নির্ধারিত মূল্যে আমন ধান সংগ্রহ শুরু করেছে খাদ্য বিভাগ। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম আব্দুল মান্নান মৃধা, সমাজ সেবা কর্মকর্তা ইব্রাহিম খলিল, কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, এম কে সবুর, স্থানীয় সংবাদিকবৃন্দ, উপজেলা কৃষকলীগের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের উপস্থিতিতে ওই লটারী অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম আব্দুল মান্নান মৃধা জানান, এ বছর এ উপজেলায় ৬৪৩ মে. টন ধান সংগ্রহ করা হবে। উপজেলার ১০ টি ইউনিয়নের ১১৮০ জন বাছাইকৃত কৃষকদের মধ্য থেকে লটারীর মাধ্যমে ৪৭৬ জন কৃষককে নির্বাচন করে তাদের কাছ থেকে ওই ধান ক্রয় করা হবে। সরকারি নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি মন ধান ১০৪০ টাকা দরে কেনা হবে যার বাজার মূল্য ৬৪০ টাকা। একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান বিক্রি করতে পারবেন। এ ব্যাপারে কৃষক লাল মিয়া জানান, সরকারের নির্ধারিত মূল্যে ধান বিক্রি করতে পেরে তিনি অনেক খুশি।