পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ফজিলা রহমান মহিলা কলেজের উদ্যোগে বুধবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ওই কলেজ থেকে জিপিএ ৫ প্রাপ্ত ১৬ জন কৃতি ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন গর্ভনিং বড়ির সাবেক সদস্য আলহাজ¦ আব্দুর রহিম,সদস্য এটিএম সাইদুর রহমান জাহাংগীর,সহকারি অধ্যাপক মো. শহীদুল ইসলাম বাহাদুর,অভিভাবক মো.হারুন অর রশিদ,সংবর্ধিত শিক্ষার্থী হিভা আনিকা প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়। উল্লেখ্য,এইচএসসি পরীক্ষায় ২০১৯ এর ফলাফলে উপজেলার ৭টি কলেজের মধ্যে ফজিলা রহমান মহিলা কলেজ শীর্ষ স্থান লাভ করেছে।