১১ আগষ্ট(শনিবার) দুপুরে উপজেলার নার্সারী গ্রাম নামে পরিচিত অলঙ্কারকাঠি গ্রামের আদর্শ নার্সারীতে এ ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের মারের আঘাতে ব্যবসায়ী সালাম শরীরে নীলা ফুলা গুরুতর আঘাত নিয়ে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।এঘটনায় সালাম মিয়া প্রতিপক্ষ কাজী কামালসহ তার কয়েকজন সাংঙ্গপাঙ্গদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন সালাম অভিযোগ করে বলেন, কাজী কামাল তার নার্সারীর পাশে একটি জমি কিনেছেন। কামাল সেই জায়গা রেখে তার দখলিয় জায়গায় করা নার্সারী নিজের জায়গা বলে দাবী করে আসছিল। শনিবার হটাৎ কামাল ও তার বাহীনি এসে তার নার্সারীতে তান্ডব চালায়। খবর পেয়ে ছুটে এসে কামালকে থামাতে চাইলে কামাল ও তার বাহীনি তাকে বেদম প্রহার করে।
অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ কাজী কামাল দাবী করে বলেন, সালাম মিয়া তার ক্রয়কৃত জায়গা দখল করে নার্সারী ব্যবসা করছেন। এনিয়ে তিনি(কামাল) নেছারাবাদ থানায় একটি অভিযোগ দিয়ে ছিলেন। পুলিশ সেই অভিযোগ পেয়ে কামালের দখলিয় জায়গা থেকে নার্সারী সালামকে রোপনকৃত সর্বপ্রকার চারা কলম সরিয়ে নিতে বলেন। কিন্তু সালাম সে নির্দেশ উপেক্ষা করে ওই জমি ভোগ দখল শুরু করেন। তাই ঘটনার দিন তিনি তার জায়গা থেকে সালামের রোপিত চারা সরিয়ে ফেলছিলেন। উপায়য়ান্তু না দেখে সালাম মিয়া তাকে হয়রানি করতে হাসপাতালে গিয়ে মিথ্যা নাটক সাজাচ্ছেন।