স্বরুপকাঠি প্রতিনিধিঃ
পিরোজপুরের স্বরূপকাঠিতে সড়ক দুর্ঘটনায় রিপন হাওলাদার নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার স্বরূপকাঠি – পিরোজপুর সড়কের গণমান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে দক্ষিন পূর্ব জলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও পুর্ব জলাবাড়ি গ্রামের মনিন্দ্র নাথ হাওলাদারের ছেলে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, রিপন মোটর সাইকেল যোগে পিরোজপুর থেকে বাড়ি আসার পথে পিরোজপুরগামী জিনাত কাসিক (খুলনা ব ১২১৫) নামে একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। ড্রাইভার বাবুল পলাতক।