স্বরূপকাঠি প্রতিনিধিঃ
পিরোজপুরের স্বরূপকাঠিতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের মিজান হাওলাদার (৪২), মো. হানিফ (৫৫), আল আমিন (৪৫), উমর হাওলাদার (৪২) ও পরিমল মন্ডল (৪৩) নামে পাঁচ জুয়াড়ির প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে তাদেরকে পিরোজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। বুধবার বিকেলে ওই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার আবদুল্লাহ আল মামুন বাবু। জানাগেছে, ওই দিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার এস আই তাজেল হোসেনের নেতৃত্বে পুলিশ উপজেলা সেহাংগল এলাকা জুয়া খেলার সময় তাদের আটক করে। পরে আটককৃতদের ওই আদালতে হাজির করা হলে আদালতের বিচারক প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ডাদেশ প্রদান করেন।