পিরোজপুরের স্বরূপকাঠিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের দায়ে পনির শেখ (৩০) কে ১ মাস এবং আহাদুল ইসলাম (২২) কে ২০ দিন কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্লাহ আল মামুন বাবু ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মেহেদি হাসান । জানাগেছে,উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ ও নেছারাবাদ নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই গোলাম মোস্তফার যৌথ নেতৃত্বে শনিবার বিকেলে সন্ধ্যা নদীর সেহাংগল এলাকা থেকে পনিরকে এবং সন্ধ্যায় বিনায়েকপুর বাজার এলকা থেকে কারেন্ট জালসহ আবদুল্লাহকে আটক করে। পরে আটককৃতদের ওই আদালতে হাজির করা হলে আদালতের বিচারকদ্বয় ওই দন্ডাদেশ দেন। অভিযানে প্রায় ২ হাজার ৫’শ মিটার জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়ে ফেলা হয় ।