পিরোজপুরের স্বরূপকাঠিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে জগৎপট্টি বন্দরে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ওই বন্দরের বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সর্তক এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অইনের সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লংঘনের দায়ে ওই বন্দরের সাতক্ষীরা ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ১২ হাজার টাকা ,তুবা এন্টারপ্রাইজকে ৩ হাজার ও ছালেহিয়া ষ্টেশনারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন উপজেলা সেনিটারি ইন্সপেক্টর শেখ মো. জাকির হোসেন এবং থানা পুলিশের একটি টিম।