হযরত আলী হিরু : পিরোজপুরের স্বরূপকাঠিতে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের নেতৃত্বে অনুষ্ঠিত এক বর্নাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা সমবায় অফিসার মো. হাফিজ আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়।