1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
স্বরূপকাঠিতে চেয়ারম্যানের ভাইয়ের বাসায় ডাকাতি : ৬ ডাকাত গ্রেফতার | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৫৯ অপরাহ্ন

স্বরূপকাঠিতে চেয়ারম্যানের ভাইয়ের বাসায় ডাকাতি : ৬ ডাকাত গ্রেফতার

  • শেষ হালনাগাদ : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০৫৮ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুরের স্বরূপকাঠির বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহিন আহম্মেদের ভাই ঠিকাদার মিজানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের বালিহারি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ আন্তঃ জেলা ডাকাত দলের নেতা স্বরূপকাঠির উপজেলার ডুবি এলাকার মনসুর মাঝির ছেলে জাহারুল মাঝি ওরফে ছাইদুর, পঞ্চবেকি এলাকার ইসমাইল তরফদারের ছেলে ছান্টু মিয়া, বানারীপাড়া উপজেলার বালিপাড়া এলাকার আজিজ সরদারের ছেলে বাদশা, কচুয়া এলাকার আব্দুর রহমানের ছেলে লিটন, নরসিংদির মাধবদি এলাকার ইয়াজ উদ্দিনের ছেলে শাহজাজাহান, রাজবাড়ী জেলার রামকান্তপুর এলাকার আব্দুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন নামে ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে। এসময় ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত ৪৮ হাজার ৫০০ টাকা ও বেশ কিছু স্বর্নালংকার ও মোবাইল সেট উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানাগেছে, ওই দিন রাতে ৫/৭ জনের মুখোশধারী ডাকাত দল মিজানের ঘরের সামনে দরজা ভেংগে ভিতরে প্রবেশ করে । এক পর্যায়ে ডাকাতদল গৃহকর্তাকে বেধে দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমিরা ও সোকেস ভেংগে নগদ প্রায় এক লক্ষ টাকাসহ ৫/৬ ভরি স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়। ডাকাতির এ খবর মুহুর্তেও মধ্যে ছড়িয়ে পড়লে পুলিশ উপজেলার বর্হিগমনের বিভিন্ন পয়েন্টে পাহারা বসায়। ডাকাতি শেষে পালানোর সময় পুলিশ ছারছিনা এলাকা থেকে তিন ডাকাতকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপর ডাকাতদেরকে বরিশাল সিটি কর্পোরেশনের গড়িয়ারপাড় এলাকা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। নেছারাবাদ -কাউখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন জানান, গ্রেফতারকৃতরা আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x