স্বরূপকাঠি প্রতিনিধিঃ
পিরোজপুরের স্বরূপকাঠির মিয়ারহাট বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে মেয়াদোর্ত্তীন ওষুধ প্রদর্শন ও বিক্রির দায়ে চার ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন । বুধবার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন। জানাগেছে, ওই দিন দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মেয়াদ উর্ত্তীন ওষধ প্রদর্শন ও বিক্রির দায়ে ক্রিসেন্ট ড্রাগ হাউসকে ৮ হাজার টাকা, সুমন ফার্মেসীকে ৪ হাজার, মুক্তি ওষধ বিতানকে ৩ হাজার এবং আলম ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা করেন। এ সময় সেনিটারী ইন্সেপক্টর শেখ মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। নেছারাবাদ থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।