স্বরূপকাঠি প্রতিনিধিঃ
পিরোজপুরের স্বরূপকাঠিতে কমিউনিস্ট পার্টির উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সরকারি স্বরূপকাঠি কলেজের শহিদ মিনার চত্বর থেকে পদযাত্রাটি বের হয়ে ইন্দুরহাট ও মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিয়ারহাট বন্দরের তরকারি বাজারে এক পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি কমরেড নিরঞ্জন হালদার,সাধারন সম্পাদক কমরেড মো. হুমাউন কবির ও কমরেড মো. হারুন অর রশিদ প্রমুখ।