স্বরূপকাঠি প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠিতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত ওই পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন পিপিএম, উপজেলা আ.লীগ সভাপতি মো. আব্দুল হামিদ, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার প্রমুখ। সভায় উপজেলার শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।