স্বরূপকাঠি প্রতিনিধিঃ
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ পালন উপলক্ষ্যে পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) থানা পুলিশের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে থানা চত্বর থেকে একটি র্যালী শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো.রিয়াজ হোসেন (পিপিএম), ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুস সালাম সিকদার প্রমুখ।