1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
স্বরূপকাঠিতে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:২২ অপরাহ্ন

স্বরূপকাঠিতে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

  • শেষ হালনাগাদ : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ১৬৮৯ জন সংবাদটি দেখেছেন

স্বরুপকাঠি প্রতিনিধিঃ
পিরোজপুরের স্বরূপকাঠিতে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ অপু হাওলাদার (২৪) ও ১০০ গ্রাম গাঁজা সহ মো. মুন্না খান (২৮) নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদকের মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নেছারাবাদ থানার এস আই মো. নজরুল ইসলাম, এস আই মো. ওবায়দুর ও এ এসআই শরিফুলের নেতৃত্বে পুলিশ উপজেলার দক্ষিনপাড় বন্দরে কাঠের পুল এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথকাঠি এলাকার দেলোয়ার হোসেন টুটুলের ছেলে মো. অপু হাওলাদারকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এছাড়াও এস আই মো. নজরুল ইসলাম, এ এস আই মো. নাঈম ও এ এস আই মো. সোহেলের নেতৃত্বে পুলিশ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথকাঠি এলাকার মো. হানিফ খানের ছেলে মো. মুন্না খানকে আটক করে। এসময় তার দেহ তল্লাসী করে ১০০ গ্রাম গাঁজা পায় পুলিশ। পুলিশ জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x