স্বরূপকাঠি প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠিতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ আহম্মেদ মান্না ও সোহাগ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের শেষে শুক্রবার গ্রেফতারকৃতদের পিরোজপুর আদালতে পাঠিয়েছে পুলিশ । মান্না উপজেলার জগৎপট্টি এলাকার মৃত হাসেম সরদারের ছেলে ও সোহাগ উপজেলার মাগুরা এলাকার নুরু মিয়ার ছেলে। পুলিশ সুত্রে জানাগেছে,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ উত্তর কৌরিখাড়া প্লাসঘাট এলাকা থেকে তাদেরকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।