1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
সৈয়দ মুহিদ ডাক্তার হতে চায় : চট্টগ্রাম ক্যাণ্টনমেন্ট পাবলিক কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৫:৫০ অপরাহ্ন

সৈয়দ মুহিদ ডাক্তার হতে চায় : চট্টগ্রাম ক্যাণ্টনমেন্ট পাবলিক কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে

  • শেষ হালনাগাদ : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
  • ৬৮৭ জন সংবাদটি দেখেছেন

ভাণ্ডারিয়া প্রতিনিধিঃ সৈয়দ মুহিদুল ইসলাম মুহিদ এবারের এইচএসসি পরিক্ষায় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ পেয়েছে।
সৈয়দ মুহিদুল ইসলাম মুহিদ পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও দলিল লিখক সৈয়দ মোস্তাফিজুর রহমান’র (সেলিম মীর) মেজ পুত্র।
সৈয়দ মুহিদ’র শিক্ষা জীবন শুরু হয় ভাণ্ডারিয়া বন্দর কেজি স্কুল থেকে। ৪র্থ শ্রেনী পর্যন্ত লেখাপড়া শেষে ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধমিক বিদ্যালয় সংলগ্ন ৬৮নং প্রাথমিক বিদ্যালয়ে থেকে পিএসসি পরিক্ষায় ২০১১ সালে ট্যালেন্টফুল বৃত্তি লাভ করে। পরে ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালের জেএসসি পরিক্ষায়ও বৃত্তিসহ জিপিএ-৫ লাভ করে এবং একই বিদ্যালয় থেকে ২০১৭ সালে এসএসসি পরিক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে।
ঐতিহ্যবাহী ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন শেষে উচ্চশিক্ষার উদ্দ্যেশ্যে চট্টগ্রামে পাড়ি জমান এবং চট্টগ্রাম ক্যাণ্টনমেন্ট পাবলিক কলেজে ভর্তির সুযোগ লাভ করে।
অত:পর ২০১৯ সালে অত্র কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় অংশ গ্রহন করে। আজ ১৭ জুলাই বুধবার প্রকাশিত এইচএসসি পরিক্ষার ফলাফল থেকে জানাগেছে, সৈয়দ মুহিদুল ইসলাম মুহিদ জিপিএ-৫ পেয়েছে।
উল্লেখ্য যে, সৈয়দ মুহিদুল ইসলাম মুহিদ এসএসসি ও এইচএসসি শিক্ষার উভয় স্তরেই বিজ্ঞান শাখার ছাত্র ছিলেন।
মুহিদ ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে। সে সকলে কাছে দোয়া প্রার্থী।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x