1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
সেই শুভ’র ৩ দিনের রিমান্ডে | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:২৫ অপরাহ্ন

সেই শুভ’র ৩ দিনের রিমান্ডে

  • শেষ হালনাগাদ : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৭৮২ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধিঃ পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকা থেকে ৩০৩ বোতল ফেনসিডিল সহ আটক শিক্ষক মশিউর রহমান শুভকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।পিরোজপুর জেলা জজ আদালতের পিপি খান মোঃ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রিপতি কুমার বিশ্বাস বুধবার এ আদেশ দেন।
উল্লেখ্য, রবিবার রাতে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান শুভর ঝাটকাঠী এলাকার বাসায় অভিযান চালিয়ে তার শয়নকক্ষের বক্সখাটের নিচে অভিনব কায়দায় রাখা ৩০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং বাসার আলমীরা থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশ এ সময় মশিউর রহমান শুভ ও তার সহযোগি পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকে আটক করে। মশিউর রহমান শুভ পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতিএবং পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস কেএমডি মেজবাউদ্দিন সাবু’র ছোট ভাই। সোমবার পিরোজপুর সদর থানা থেকে এ মামলার তথ্যাদি সংগ্রহ করে গত মঙ্গলবার সকালে তাকে বরখাস্তের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চিঠি দেয়ার পর এদিন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জেছের আলী মশিউর রহমান শুভকে বরখাস্তের আদেশ দেন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x