নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া সুদের টাকা পরিশোধ করার পর লিখিত ষ্ট্যাম্প ফেরৎ আনতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জেসমিন বেগম (৪০) নামে এক নারী আহত হয়েছেন।
জানাযায়, উপজেলার মিরুখালী বাজারের ব্যবসায়ী বেল্লাল হাওলাদার ৫ মাস আগে একই এলাকার নাসির উদ্দিনের স্ত্রী রোজি বেগমের কাছ থেকে ষ্টাম্পে লিখিত দিয়ে ১০% সুদে ৪০ হাজার টাকা নেয়। সম্প্রতি রোজি বেগম ওই টাকা উঠিয়ে নেয়ার জন্য বেল্লাল হাওলাদারকে চাপ দেয়। এসময় রোজি বেগমের কাছে ওই লিখিত ষ্টাম্পটি ফেরৎ চাইলে বিকেলে তার স্বামী নসির উদ্দিনের দোকানে থেকে নেবার অনুরোধ করেন। ব্যবসায়ী বেল্লালের স্ত্রী জেসমিন বেগম মাইকের দোকানে গিয়ে রেফ ষ্টাম্পটি ফেরৎ চাইলে নাসির আরও ৪ হাজার টাকা সুদ না দিলে ষ্টাম্পটি ফেরত না দেবার কথা জানিয়ে দেয়। এতে উভয় পক্ষের বাক-বিতান্ডার এক পর্যায় নাসির ও তার স্ত্রী রোজি বেগম জেসমিনকে দোকানের মধ্যে তুলে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত জেসমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় আহত জেসমিনের স্বামী উপজেলার মিরুখালী বাজারের হোটেল ব্যবসায়ী বেল্লাল হাওলাদার বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই এলাকার মৃত. ছায়েদ মৃধার ছেলে নসির উদ্দিন ও তার স্ত্রী রোজি বেগমের নামে মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালতের বিচারিক হাকিম আল ফয়সাল মামলটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী এ্যাডভোকেট নিজাম উদ্দিন জাকির মামলার সত্যতা নিশ্চিত করেছেন। বেল্লাল হাওলাদার উপজেলার মিরুখালী গ্রামের আঃ হক হাওলাদারের ছেলে।