1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy@gmail.com : Shuvo Roy : Shuvo Roy
  3. epiropur@gmail.com : e p : e p
  4. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
সিডরের ১ যুগ আজ | পিরোজপুর পোষ্ট ২৪
মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ন

সিডরের ১ যুগ আজ

  • শেষ হালনাগাদ : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৬০৬ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি : ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে পিরোজপুরসহ উপকূলের জেলাগুলোতে আঘাত হেনেছিলো ভয়াল সিডর। একযুগ পেরিয়ে গেলেও সিডরের সেই আঘাতের কথাভেবে এখনো উপকূলীয় এলাকাগুলোর মানুষজন আতংঙ্কে আতকে ওঠে। ঘন্টায় ২৪০ কিলোমিটার বেগে উঠেছিলো ঝড়ের তান্ডব। এক দিকে ঝড়ের তান্ডব অন্য দিকে ধেয়ে আসে ১২ ফুট উচু পানি, ভাসিয়ে নিয়ে যায় মাঠ ঘাট, বসত ভিটা, গবাদি পশুসহ বহু মানুষের জীবন। ১২ বছর আগে এদিনে পিরোজপুরসহ উপকূলীয় অঞ্চলের জেলাগুলো প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডর আঘাত এনে ছিল । একযুগ কেটে গেছে ঠিকই কিন্তু তার ভয়বহতার কথা এখনো এসব অঞ্চলের মানুষগুলো ভুলে যায় নি । সেদিনের সেই ভয়াল দিনে পিরোজপুরের উপকূলের সরকারি হিসাব অনুযায়ী নারী-শিশু-বৃদ্ধ সহ সাড়ে পাঁচশ মানুষের প্রাণহানী ঘটেছিলো। এর মধ্যে মঠবাড়িয়ার পাঁচটি গ্রামে ৫৮ জনের প্রাণহানি ঘটে। এক ঘন্টারও বেশি এই ঝড়ের তান্ডবে লন্ড ভন্ড হয়ে যায় উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাচিরা, কচুবাড়িয়া, তাপালবাড়িয়া, ভাইজোড়া, বহইতলা, নলি ও মাঝেরচর গ্রামের বিস্তীর্ন এলাকা। সিডরের ক্ষত বুকে নিয়ে বেঁচে আছে উপকূলীয় এলাকার বহু মানুষ। সিডরে ক্ষতি হওয়া ব্রিজ, কালভার্ড, ভেড়িবাঁধগুলো এখনও অনেক জায়গায় মেরামত করা হয়নি। বিশেষ করে মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাচিরায় এত দিনেও পুরোপুরি সম্পন্ন হয়নি নদী থেকে রক্ষাকারী বেড়িবাঁধটি। যা এই এলাকার মানুষদের নদী থেকে একমাত্র রক্ষাকারী হিসেবে পরিচিত। অন্যদিকে ইন্দুরকানী উপজেলার কয়েকটি ব্রিজ সিডরের তান্ডবে ক্ষতিগ্রস্ত হলেও এখন তা মেরামত করা হয়নি। এলাকাবাসীর দাবি উপকূলীয় মানুষদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে আরো বেশি জোড়ালো পদক্ষেপ নেবে সরকার।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২২। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x