পিরোজপুর পোষ্ট ডেক্স : বাংলা সিনেমার একটি উজ্জ্বল নক্ষত্রর নাম সালমান শাহ । বাংলাদেশের সিনেমার নায়কদের নিয়ে কথা বলতে গেলেই একজন নায়কের ছবি চোখের সামনে ভেসে উঠবেই। তিনি আর কেউ নন সালমান শাহ। ১৯৯৬ সালের এইদিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। তাকে হারানো ২৩ বছর হয়ে গেল। এখনও চলচ্চিত্রের আলোচনা হলেই উদাহরণ স্বরূপ সামনে আসে তার নামটি।
যেদিন সালমান শাহের মৃত্যু হয় সেদিন সারাদেশে শোক নেমে এসেছিল। শোক সইতে না পেরে অনেক ভক্ত আত্মহত্যা করেছিলেন। এরপর অনেক উত্থান-পতনের মধ্যদিয়ে গেছে বাংলা চলচ্চিত্রশিল্প।
মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে সালমান শাহ খুব বেশি ছবিতে অভিনয় না করলেও যতটা করেছেন, তা মন দিয়ে করেছেন। দর্শকদের জন্য করেছেন। তাই তো দর্শকরা আজও তাকে ভুলতে পারেননি। দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে সালমান শাহর স্মরণে নানা অনুষ্ঠান প্রচার করবে ।