পিরোজপুর পোষ্ট ডেক্স : সার্বজনীন শারদীয় দূর্গোৎসব বাঙ্গালির অন্যতম আনন্দ উৎসব । তাই এই উৎসবকে আরো সুন্দর ও সুশৃঙ্খল করতে পিরোজপুরের জেলা পুলিশের পক্ষ থেকে তিনস্তরে নিরপত্তা গ্রহন করা হয়েছে । পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি । প্রত্যেকটি ইউনিয়ন ভিত্তিক পুলিশ অফিসারদের বিভাজন করে চব্বিশ ঘন্টা মনিটরিং করা হচ্ছে। এছাড়াও এক মন্দির থেকে অন্য মন্দিরে যাওয়া আসার পথে টহল পুলিশ ও সাদা পোশাকে পুলিশ থাকবে। যে নিরাপত্তা গ্রহণ বিশ্লেষন করেছি এবং সাধরণ মানুষের যে সতস্ফুর্ততা দেখছি আমরা বিশ্বাস করি নির্ভিঘেœ শান্তিপূর্ণভাবে এবারের এই উৎসবটি আমরা আরও উৎসব মূখর করতে সামর্থ হবো। বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে বেড়িয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়তুল ইসলাম খান ।
এসময় তাঁর সঙ্গে ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহমেদ মাঈনুল আহসান,পিরোজপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তানভীর আহমেদ,পিরোজপুর জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পুলিশের বিভিন্ন শাখার অফিসার ও পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । পুজা মন্ডপ গুলোর দায়িত্বে থাকা পুজা কমিটির নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরাপত্তার ব্যপারে খোঁজ খবর নেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
পুলিশ সুপার আরো বলেন, জেলার ৪৫৭টি পুজা মন্ডপকে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। মন্দিরের মন্ডপ গুলিতে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে একাধীক স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি মন্দিরকে গুরুত্বপূর্ণ,অধিক গুরুত্বপূর্ণ ও সাধারণ এই তিনটি শ্রেণী বিভাগ করে ৪/৬/৮ জন করে সার্বক্ষনিক আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর বাইরে অধিক গুরুত্বপূর্ণ বেশ কিছু মন্দিরে এপিবিএন ফোর্স মোতায়েন করবো।