পিরোজপুর পোষ্ট ডেক্স : সানি লিওন যে সবার থেকে এগিয়ে তার প্রমান আবার দিলেন তিনি ।সম্প্রতি প্রকাশ্যে এল গুগল ইন্ডিয়া সার্চ রেজাল্টের তালিকা। আর এই তালিকাতেই নজরে এল সানি এখনও অবধি গুগল সার্চে এক নম্বরে। ভারতের বেশিরভাগ মানুষই গুগলকে টাইপ করেছেন সানি লিওনের নাম। আর সেখান থেকেই গুগল সার্চ ইন্ডিয়ার একেবারে প্রথম সারিতে উঠে এলেন সানি।
গুগলের থেকে জানানো হয়, ইন্ডিয়া জুড়ে সব থেকে বেশি সার্চ হয়েছে সানি লিওনের ভিডিও, সানি লিওনের বায়োগ্রাফি। এমনকী, সানি লিওনের ছবিও ডাউনলোডের সংখ্যাও অনেকটা বেশি।