পিরোজপুর পোষ্ট ডেক্স : সানি লিওনকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেন না এমন লোক খুব কমই আছেন! এবার সানি লিওনকে বাংলাদেশের সিনেমার আইটেম গানে দেখা যাবে।‘বিক্ষোভ’ নামের আইটেম গানের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি।বাংলাদেশের কোনো ছবিতে এই প্রথম কাজ করছেন সানি ।ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া।আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে।জানা গেছে, গানটি বিগ বাজেটে তৈরি হবে।প্রায় অর্ধ কোটি টাকার মতো বাজেট রাখা হয়েছে।গানটি গাইবেন বলিউডের নামকরা শিল্পীরা। আর এর দৃশ্যায়ণের পুরো কাজ হবে মুম্বাইতে। কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডে অনেক জনপ্রিয় গান উপহার দেয়া ভারতের বব ও পাবন।