নিজস্ব প্রতিবেদক : দৈনিক সমকালের পিরোজপুর জেলা প্রতিনিধি ও পিরোজপুরের জনপ্রিয় দৈনিক পত্রিকা পিরোজপুর কণ্ঠের সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু’র বিরুদ্ধে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম এ আউয়াল এর দায়ের করা দুই কোটি টাকার মানহানী মামলা খারিজ করে দিয়েছে আদালত।
পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট পল্লবেশ কুমার কুন্ডু ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ২৪৭ ধারা’ মোতাবেক মামলাটি খারিজ করে মামলার দায় থেকে ফসিউল ইসলাম বাচ্চুকে খালাস প্রদানের আদেশ দেন। রবিবার এ আদেশের কপি পান ভুক্তভোগী সাংবাদিক বাচ্চু ।
২০১২ সালে পত্রিকায় সংবাদ প্রকাশের কারণে ক্ষিপ্ত হয়ে ততকালীন পিরোজপুর-১ আসনের এমপি এ কে এম এ আউয়াল নিজে বাদী হয়ে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল আদালতে দুই কোটি টাকার এ মানহানী মামলাটি দায়ের করেন।
এ ব্যপারে সাংবাদিক বাচ্চু পিরোজপুর পোষ্টকে জানান, আমি আজ আনন্দিত ।