পিরোজপুর পোষ্ট : আজ বিএনপি চেয়ারপারসনের জামিন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা জানাতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ রিপোর্ট জমা না দেওয়ায় জামিন শুনানি পিছিয়ে আগামী বৃহস্পতিবার ধার্য করেছেন আপিল বিভাগ। এরপরই সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ।
এসময় তিনি বলেন, ‘ সরকার চান না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হন। যে মুক্তি কোনো করুণার ব্যাপার নয়। এটা তার আইনগত প্রাপ্ত যে সাত দিন, পাঁচ দিনের মধ্যে এই মামলার জামিন হয়ে যায়। এর কারণ হলো প্রতিহিংসা এবং সম্পূর্ণভাবে রাজনীতি থেকে তাকে দূরে সরিয়ে রাখা। এটা সম্পূর্ণ বেআইনি ও আদালত অবমাননার শামিল।’
বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি বিএনপি নেত্রী, বিরোধীদলীয় নেত্রী ছিলেন- এটা বাদ দিয়ে তো তিনি একজন সাধারণ নাগরিক। একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা তার প্রাপ্ত সেটা তিনি পাবেন না। আবার একজন বন্দী হিসেবে যেটা তার প্রাপ্ত সেটাও তিনি পাবেন না। এই বিষয়গুলো শুধু গোটা জাতিকে বিস্মিত নয়, অত্যন্ত ক্ষুব্ধ করে তুলেছে।’আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।