1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
সরকার চান না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হন : ফখরুল | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৫৫ অপরাহ্ন

সরকার চান না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হন : ফখরুল

  • শেষ হালনাগাদ : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৬১৮ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুর পোষ্ট : আজ বিএনপি চেয়ারপারসনের জামিন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা জানাতে বিএসএমএমইউ কর্তৃপক্ষ রিপোর্ট জমা না দেওয়ায় জামিন শুনানি পিছিয়ে আগামী বৃহস্পতিবার ধার্য করেছেন আপিল বিভাগ। এরপরই সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ।

এসময়  তিনি বলেন, ‘ সরকার চান না যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হন। যে মুক্তি কোনো করুণার ব্যাপার নয়। এটা তার আইনগত প্রাপ্ত যে সাত দিন, পাঁচ দিনের মধ্যে এই মামলার জামিন হয়ে যায়। এর কারণ হলো প্রতিহিংসা এবং সম্পূর্ণভাবে রাজনীতি থেকে তাকে দূরে সরিয়ে রাখা। এটা সম্পূর্ণ বেআইনি ও আদালত অবমাননার শামিল।’

বেগম জিয়া প্রধানমন্ত্রী ছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তিনি বিএনপি নেত্রী, বিরোধীদলীয় নেত্রী ছিলেন- এটা বাদ দিয়ে তো তিনি একজন সাধারণ নাগরিক। একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা তার প্রাপ্ত সেটা তিনি পাবেন না। আবার একজন বন্দী হিসেবে যেটা তার প্রাপ্ত সেটাও তিনি পাবেন না। এই বিষয়গুলো শুধু গোটা জাতিকে বিস্মিত নয়, অত্যন্ত ক্ষুব্ধ করে তুলেছে।’আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী গুরুতর অসুস্থ। প্রতিদিন তিনি পঙ্গুত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি এখনই প্রায় পঙ্গু হয়ে পড়েছেন। এ সময় খালেদা জিয়া সাহায্য ছাড়া একেবারেই চলতে পারেন না, এমনকি বিছানা থেকে উঠতে পারেন না।’
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়ার মুক্তি অবশ্যই প্রয়োজন। তার প্রয়োজনীয় চিকিৎসা না করা হলে ভবিষ্যতে তার প্রাণহাণিও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন মির্জা ফখরুল। এ সময় খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সব ইস্যুতে সব দায় সরকারকে বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x