নিজস্ব প্রতিনিধি : আগামী ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশে সমাবেশ সফল করতে মরিয়া পিরোজপুরের বিএনপি ।
রবিবার (৩০ অক্টোবর) সদর উপজেলার কলাখালী ইউনিয়ন থেকে কর্মসূচি শুরু হয়। পিরোজপুর জেলা বিএনপি আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সদস্য সচিব লাভলু গাজীর নেতৃত্বে কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রানা, সদর থানা বিএনপি সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির, জেলা বিএনপি সদস্য নাদের খান রাজু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাদী হাসান মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার রাহাত নুর পরাগ, এসকে আল আমিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলের নেতাকর্মীরা বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন এবং পথসভা করেন।
এসময় বিএনপি নেতারা বলেন, দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতাকর্মীদের হত্যা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশে জনগণকে সম্পৃক্ত করতে এই গ্রাম-মার্চ কর্মসূচি।যেকোন মূল্যে সমাবেশ সার্থক ও সফল করতে পিরোজপুর জেলা বিএনপি বদ্ধ পরিকর ।
কলাখালী ইউনিয়ন থেকে কর্মসূচি শুরু করে পর্যায়ক্রমে দুর্গাপুর, টোনা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাজারে লিফলেট বিতরণ এবং পথসভা করবে পিরোজপুর জেলা বিএনপি ।