নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা সমপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার পিরোজপুরে প্রায় ২২ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।সারাদেশের মত পিরোজপুরে আজ রবিবার থেকে শুরু হয়েছে এ পরীক্ষা । জেলার ৭টি উপজেলায় ৮১ টি কেন্দ্রে শিশু শিক্ষার্থীরা প্রাথমিক স্তরের এ পরীক্ষায় অংশ নিচ্ছে। সকাল সাড়ে ১০টায় পরীক্ষা শুরু হলেও, সকাল ৯টার মধ্যে অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৭১৬ জন প্রাথমিক শিক্ষা সমপনী পরীক্ষার্থী এবং ৪ হাজার ১৩৯ জন ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার্থী। আগামী ২৪ নভেম্বর গণিত পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শেষ হবে।